
জিয়াউর রহমান, ভ্রাম্যমান প্রতিবেদক: মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির অভিযানে সুন্দরবনে অবৈধ চরঘেরা ও খালপাটা আটক করা হয়। শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের নির্দেশক্রমে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১ টায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা কালে সুন্দরবনের বাগদেখালি নামক স্থান থেকে অবৈধ চরঘেরা খালপাটা আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ চরঘেরা খালপাটা চোরাকারবারীরা পালিয়ে যায়। অবৈধ চরঘেরা খালপাটা আয়তন আনুমানিক ৫ হাজার বর্গমিটার যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। পরবর্তীতে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের নির্দেশে মুন্সিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির দক্ষিণ পাশের ওয়াপদার রাস্তায় জনসম্মুখে অবৈধ চরঘেরা খালপাটা পুড়িয়ে ফেলা হয়।