
মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সামাজিক অপরাধ সমূহ, মাদক নির্মূল, নেশাখোর, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ও পুলিশিং সেবা জনগণের সঠিক ভাবে সেবার মান অক্ষুন্ন রাখা ও দোর গোড়ায় পৌছে দিতে শ্যামনগর উপজেলার ৭ নং মুন্সিগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৯ জুলাই)বেলা ১২, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে ঐ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব নাজমুল হুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব নাজমুল হুদা বলেন, পুলিশিং সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে হবে। তবে এক্ষেত্রে যেন একজন সেবা প্রার্থীও হয়রানির শিকার না হয়। এমনটি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য, মুন্সিগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্ব পেয়েছেন এ এস আই মোস্তাফিজুর রহমান ও এ এস আই মাজহারুল।