আইয়ুব আলী, শ্যামনগর থেকে:
শ্যামনগরের মুন্সিগঞ্জে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে “প্রমোশন অব এগ্রোইকোলজি, ক্লাইমেট জাস্টিস এন্ড ফুড সভেরিনিটি প্রোগ্রাম ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় দ‚র্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১০ টায় সুন্দরবন প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সবুজ সংহতির কার্যকরী সদস্য মো. বিলাল হোসেন।
বারসিক’র যুব সংগঠক স.ম ওসমান গনী’র সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঢাকা বিভাগীয় সমন্বয়ক, উপক‚লের যুব জলবায়ু যোদ্ধা এস.এম শাহীন আলম।
কয়েক ঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে স্থানীয় জেলেখালি কৃষক সংগঠনের সভাপতি ভ‚ধর চন্দ্র মন্ডল বলেন, ইউনিয়নের প্রতিটি পাড়ায় পাড়ায় স্থানীয় জনগোষ্ঠী, যুব ও স্বেচ্ছাসেবকদের নিয়ে দ‚র্যোগ ঝুঁকি হ্রাসে কমিটি গঠন করা দরকার। যাতে এখান থেকে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা চিহ্নিত করে তা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে।
কৃষাণী শরমা রাণী বলেন, আজকের কর্মশালা শেষে আমি শিখেছি জলবায়ু পরিবর্তন কি? কেন এই পরিবর্তন হচ্ছে তাতে আমরা কতটা ঝুকিপ‚র্ণ? জলবায়ু ন্যায্যতা কি এবং কেন দরকার? সিপিপি সদস্য মো. জালাল হোসেন বলেন, আমরা খুব ভালভাবে আজ শিখেছি জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল এবং পরবর্তিত পরিস্থিতি কীভাবে প্রাণবৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে স্থানীয় পর্য়ায়ে টিকে থাকা যায় সেই বিষয়ের ওপর শিখেছি। যুব স্বেচ্ছাসেবক গৌতম মন্ডল বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুবরা যাতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে পারে এজন্য ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্য়ায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অন্তর্ভ‚ক্ত করতে হবে।
এর আগে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বারসিক এর কর্মস‚চী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংহতির সদস্য ও সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য কাজল কান্তি সরদার, বারসিক’র কর্মস‚চী কর্মকর্তা মারুফ হোসেন মিলন, সিসিডিবি’র একাউন্টেন্ট ন্যান্সি মন্ডল, সামস এর প্রোগ্রাম অফিসার পুষ্প রানী, এসএসএসটি উপজেলা ইউনিটের আহŸায়ক প্রকাশ মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিটের সুমন মন্ডল, রুমানা পারভীন, সুলোচনা মন্ডল প্রমুখ।