জি এম নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ (শ্যামনগর) থেকে: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান প্রার্থীরা নৌকার মনোনয়ন প্রাপ্তির লড়াইয়ে ব্যাপক দৌড় ঝাঁপ শুরু করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায় শ্যামনগর উপজেলার ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাফ ডজন প্রাথী নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। নৌকা প্রতীক প্রাপ্তির জন্য প্রার্থীরা কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কাছে লবিয়িং চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, সম্ভাব্য প্রার্থীরা নিজ দলের কর্মী সমর্থকদের নিয়ে ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। এতে সাধারণ কর্মীদের কদর বেড়েছে। আবার এক গ্রাম থেকে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে মরিয়া হওয়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসী। গ্রামে গ্রামে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-ফেস্টুন বিলবোর্ডে ছেয়ে গেছে অলি গলি। দেখলে মনে হয় কয়েক দিন পরেই নির্বাচন।