দীপক মিস্ত্রী, শ্যামনগর: শ্যামনগরে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১ ৩০ মিনিটে দিকে মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে।
সরাজমিনে জানাযায়, ৫০বছর দখলিয় জমি জবর দখল করতে যে জেলেখালি গ্রামের ব্রজেন্দ্র নাথ মন্ডল দখলিও পঞ্চাশ বছরের জমি জবরদখল করতে যায় উদয় বাহিনী এবং প‚র্ব পরিকল্পিতভাবে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয় ব্রজেন্দ্রনাথ মন্ডল ও তার মেয়ে শিক্ষিকা ভবানী রাণী তার স্ত্রী অনুপাম মন্ডলসহ লোলিতা মন্ডল, মনোরঞ্জন মন্ডল। তাদের জায়গায় রাতের আঁধারে ঘর নির্মাণ করার বিষয় দেখতে আসলে প‚র্বে পরিকল্পিত ভাবে উদয় মন্ডল,পশুপতি মন্ডল,অসিম মন্ডল, বিকাশ মন্ডল,গোকুল মন্ডল, স্বপন মন্ডল, শচিন্দ্র মন্ডল, শশাঙ্ক মন্ডল, প্রশান্ত সরদার, সুশান্ত সরদার সহ দখলকারী বাহিনী লাঠিসোটা ও ধারালো দা নিয়ে আক্রম শুরু করে ।
আক্রমনের ঘটনায় ২৯ নং এইচ সি ধোমঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ভবানী রাণী তার বাবা ব্রজেন মন্ডল, মা শ্রীমতি লোলিতা মন্ডল, অনুপাম মন্ডল, মনোরঞ্জন মন্ডল মারাত্মক হবে ভাবে আহত হয়। স্থানীয়ওরা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।
দখলের বিষয় জানতে চাইলে উদয় মন্ডল বলেন,আমার নামে দলিল ও রেকর্ড আছে তাই দখল করেছি। এছাড়া এ জায়গা বিক্রয় করে দিয়েছি তাদের সহযোগিতায় আমি দখল করেছি।
এই বিষয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি এর আগে ঐ জায়গার বিচার করে দিয়েছী এবং দখলমুক্ত করে দিয়েছিলাম। আবার কখন যে রাতারাতি দখল করেছে আমি সকালে জানতে পারি।