
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার বাদ যোহর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ এঁর জানাযার নামায শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনা এবং জেলা আওয়ামী লীগ ও সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রস্তুত করে সুশৃঙ্খল পরিবেশে জানাযার নামায অনুষ্ঠিত হয়।
জানাযার নামাযের পূর্বে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ আপামর জনগন জানাজায় উপস্থিত ছিলেন এবং তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ অসুস্থ হওয়ার পর জেলা প্রশাসক, সাতক্ষীরা,অত্যন্ত আন্তরিকতার সাথে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী সামরিক সচিব এর মাধ্যমে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকাতে চিকিৎসার জন্য প্রেরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুনসুর আহমেদ এর চিকিৎসার সার্বিক দেখভাল করেছেন এবং সার্বিক সহায়তা করেছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকালে মরহুম এর মেয়ের সঙ্গে কথা বলে শোক সমবেদনা জানিয়েছেন। জেলাবাসী এবং মরহুমের পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপণ করা হয়েছে ।