প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে বৈদিক স্কুল প্রতিষ্ঠা
সাতক্ষীরায় মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান বিকশিত করার জন্য সনাতনী বৈদিক স্কুল স্থাপন ও ছাত্র-ছাত্রীদের মাঝে গীতা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ ঘটিকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটা পাঠবাড়ি শ্রীশ্রী ফকিরানন্দ আশ্রমে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এই কর্মসূচি পালন করেন মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রেস সচিব বাপ্পা ঘোষ, মন্দির কমিটির সভাপতি জগদীশ চক্রবর্তী, কার্যকরী সদস্য সৌরভ ঘোষ,কৌশিক ঘোঘ,শুভ চক্রবর্তী, রতন চক্রবর্তী সহ মন্দির কমিটির বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দ।
উল্লেখ্য, মানব সেবার ব্রত নিয়ে (২৩ আগস্ট ২০২৫) আগামী ২ বছরের জন্য রাজু ঘোষকে চেয়ারম্যান, বাপ্পা ঘোষ প্রেস সচিব, রাকেশ হালদার টিম লিডার, রতন চক্রবর্তী দপ্তর সম্পাদক, শুভ চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক ও মিতালী মুখার্জিকে ভাইস চেয়ারম্যান করে ৪৫ সদস্য বিশিষ্ট অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুক্তির পথ স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আত্মপ্রকাশ করে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.