দেবহাটা ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের জয়েন্ট সেক্রেটারী ও দেবহাটার কৃতি সন্তান আলহাজ্জ মোঃ সলিমুল্ল্যাহ কে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেছেন পারুলিয়া এম আর কাউন্টার কর্তৃপক্ষ। গত ৩ জানুয়ারী রবিবার রাত্র ৯টায় আলহাজ্জ মোঃ সলিমুল্ল্যাহ স্বপরিবারের ঢাকায় যাওয়ার উদ্দ্যেশে পারুলিয়া এম আর কাউন্টারে পৌছালে কতৃপক্ষ উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। পারুলিয়া বাজার কমিটি সেক্রেটারী ও ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্জ কাদের মহিউদ্দীন অতিথি মহাদয়কে এম এর পরিবহনের পক্ষ থেকে গিফট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এম, আর কাউন্টারের পারুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার রবিউল ইসলাম, টেন স্টার লিমিটেডের সদস্য ইকবল মাহমুদ টুটুল, সাংবাদিক রশীদুল আলম রশীদ, মহিউদ্দীন হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করায় আলহাজ্জ মোঃ সলিমুল্ল্যাহ এম আর কাউন্টারকে ধন্যবাদ জানান।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারীকে উষ্ণ অভ্যর্থনা
পূর্ববর্তী পোস্ট