
প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি. রাত ৯ সাতক্ষীরায় আসছেন এবং সার্কিট হাউজে অবস্থান করবেন। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা হতে সদর ও দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। দেবহাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ভার্চুয়ালি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১টায় সাতক্ষীরা থেকে খুলনার বটিয়াঘাটা উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র সাতক্ষীরায় আসার খবরটি নিশ্চিত করেছেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।