
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর পিতা মরহুম মীর মুনজুর আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় সুলতানপুরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন,দপ্তর সম্পাদক শেখ হারুনর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী ,সহ-সভাপতি এড.সাইদুজ্জামান এপিপি, নাসির রহমাতুল্লাহ শাহাজাদা, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড.ফারুক হোসেন (এজিপি),পৌর সভাপতি শেখ জাহাঙ্গীর কবির, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, পৌর আওয়ামী নেতা ইকবাল হোসেন, তুহিনসহ জেলা, সদর, পৌর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ ।