তালা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সাতক্ষীরা -খুলনা মহা সড়কের উত্তর পাশে ঐতিহ্য বাহী মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। অত্র বিদ্যালয়েএসএমসি, পিটিএ ও শিক্ষকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় এসএমসি সভাপতি ডাঃ অনুপম রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সূর্য্য পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিটিএ সভাপতি ডাঃ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ ফজর আলি, শিক্ষক রোকসানা আক্তার, আতাউর রহমান, তহমিনা খাতুন, লুৎফুন নাহার, রায়হান প্রমুখ। সভার শুরুতে পরষ্পর পরিচিতি ও উভয় কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা। আগামী ১২সেপ্টেম্বর বিদ্যালয় খুললে সকল শিক্ষার্থীর তাপমাত্রা মেপে, মাক্স পরিধান করে, ৩ ফুট দূরত্বে রেখে সরকারি নিয়ম ও স্বাস্থ্য বিধি মেনে কিভাবে পাঠদান করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়।