সাতনদী রিপোর্ট: পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রোজা।
ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি । জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
বছর ঘুরে মুসলমানদের জন্য আবারও এসেছে রমজান। পবিত্র সিয়াম সাধনার এই মাসে প্রত্যেক মুসলমান রোজা পালনের মাধ্যমে স্বীয় আত্মাকে পরিশুদ্ধ করা সহ তাকওয়া অর্জনের দ্বারা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের চেষ্টা করে থাকে।
রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।
প্রসঙ্গত করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজানে তারাবির নামাজ মসজিদের পরিবর্তে ঘরে পড়ার জন্য মুসল্লিদের আহ্বান জানিয়েছে সরকার। তবে দু'জন হাফেজ সহ সর্বোচ্চ ১২ জন মুসল্লি মসজিদে তারাবির নামাজ আদায় করতে পারবেন বলে এক সূত্রে জানানো হয়েছে।