
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জি এম কামরুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম আব্দুর রকিব, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী আলী, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আলহাজ্ব গোলাম ইয়াহিয়া মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাহাজউদ্দিন,মহিলা ইউপি সদস্য সলুদা খাতুন।