আশাশুনি প্রতিবেদক: দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক নিয়ে আসা বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মাহবুবুল হক ডাবলুকে স্বাগত জানিয়ে গ্রহন করেন এলাকার শত শত নেতাকর্মী ও সমর্থক। পরে কুল্যার মোড় থেকে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বুধহাটা ইউনিয়নে প্রবেশ করেন তারা। বুধহাটা বাজার, মহেশ্বরাটি মৎস্য সেটসহ বিভিন্ন সড়কে অপেক্ষমান মানুষের সাথে কুশল বিনিময় করতে করতে তিনি নিজ এলাকায় গমন করেন।
এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঢালী মোঃ সামছুল আলম ঢাকা থেকে আশাশুনি সীমান্তবর্তী এলাকায় পৌছলে বহু নেতাকর্মী ও সমর্থক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন। পরে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে বিভিন্ন বাজার, গ্রাম ও সড়ক প্রদক্ষিণ করে মানুষকে শুভেচ্ছা জানাতে জানাতে নিজ ইউনিয়ন আশাশুনি সদরে গমন করেন।