জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বার বার সতর্ক করার পরেও মুখে মাস্ক ব্যবহার না করায় সাত ঔষধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ঘন্টা ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। এ সময় উপজেলা সদর সহ বংশীপুর বাজারে মুখে মাস্ক ব্যবহার না করায় সাত ঔষধ ব্যবসায়ীর নিকট থেকে তিন হাজার সাতশত টাকা জরিমানা আদায় সহ ৭টি মামলা দেয়া হয়।