কামরুল হাসান, কলারোয়া:
মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়া পৌরসভার মুরারীকাটি ৮নং ওয়ার্ডের কমিশনার আজিজুল হক খাঁ। মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের বাড়ির চত্বরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লিদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানানো হয় তরুণ সমাজকর্মী আজিজুল হককে।
জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আবুল হোসেন। জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি মোরশেদ, মরহুমের ভাতিজা মোস্তাক আহমেদ, মরহুমের ছোট পুত্র আবির।
জানাজা নামাজ পরিচালনায় সহযোগিতা করেন মাস্টার শেখ তামিম আজাদ মেরিন। জানাজা নামাজ শেষে প্রয়াত আজিজুল হকের মরদেহ পারিবারিক কবরস্থানে তার পিতার কবরের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য, সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুল ইসলাম।