
ওমর ফারুক মুকুল: বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আসছে আগামী মার্চে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যার ধারাবাহিকতায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারনা। তাদেরই একজন আসন্ন নির্বাচনে কুলিয়া ইউনিয়ন পরিষদের নৌকার প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী বাবু প্রান নাথ দাশ। গতকাল তিনি কুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকারে জানান, ছাত্র জীবনের শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল বাংলাদেশ আওয়ামী লীগের নীতি আদর্শে অনুপ্রানিত হয়ে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। তিনি গ্রাজুয়েশন শেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন সাথে সাথে তিনি সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক সহ সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জয় প্রভু সেবক সংঘের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাংগঠনিক সম্পাদক, টিকেট প্রভাতী সংঘের সাধারন সম্পাদক, টিকেট শ্যামাকালী শ্রী শ্রী শ্যামাকালী পূজামন্দিরের সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সহ প্রায় দেড় ডজন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, তিনি কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেত্রীতাধীন সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সহ কুলিয়া ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন। তিনি স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কার্য়ক্রম পরিচালনা করবেন। ইউনিয়ন পরিষদকে দালাল ও দুর্ণীতি মুক্ত রাখবেন। তিনি নির্বাচিত হলে কুলিয়া ইউনিয়নের সকল কাঠামো-আবকাঠামোগত নিদিষ্ট মেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন সহ সকল বিষয়ে বাস্তবতার নিরিখে পরিকল্পনা প্রনয়ন করে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে কুলিয়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার চেষ্টা করব।