
আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে:
রমজাননগর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও সহায়তার আশ্বাস
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন প্রাকৃতিক প্রতিকূলতা ও দুর্যোগ উপেক্ষা করে নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন। তিনি রমজাননগর ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং স্থানীয়দের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও মোছাঃ রনী খাতুন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের সমস্যাগুলো শোনেন এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “সরকারি সহায়তা সঠিকভাবে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে আমরা নিরলসভাবে কাজ করছি। মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই আমাদের দায়িত্ব।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও’র এই মানবিক ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর তৎপরতা ও আন্তরিকতা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
স্থানীয়রা মনে করেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন নিবেদিতপ্রাণ ভূমিকা দেশের সার্বিক উন্নয়নের পথকে আরও মজবুত করে।