নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার মানিকহার দি¦মুখী দাখিল মাদ্রাসার চরিত্রহীন শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শাস্তির দাবীতে বিক্ষোভ ও অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মানিকহার দি¦মুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুর রহমান’র নিকট চুড়ান্ত বরখাস্ত পূর্বক শাস্তির দাবীতে অভিযোগ দাখিল করেছে মাদ্রাসার অভিভাবকরা।
অভিযোগ সুত্রে জানা যায়, মানিকহার দি¦মুখী দাখিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম’র প্রথম স্ত্রী থাকা সত্বেও পাইভেট পড়ানোর সুবাদে ঐ মাদ্রাসা পড়–য়া ১০ম শ্রেণির ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। পরবর্তীতে ২১/১১/২০২১ তারিখে ১০ম শ্রেণিতে পড়–য়া মাদ্রাসা পড়–য়া নাবালিকা ঐ ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় এবং দেড় মাস আত্মগোপনে চলে যায় মাদ্রাসা শিক্ষক খায়রুল ইসলাম। পরে ঐ লম্পট শিক্ষক খায়রুল এ নাবালিকা ছাত্রীকে বিবাহ করেছে বলে সকলের কাছে শিকার করে। ঐ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় নাবালিকা ঐ শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় সাধারণ ডায়েরী ও অভিযোগ করে।
মানিকহার দি¦মুখী দাখিল মাদ্রাসার চরিত্রহীন লম্পট শিক্ষক খায়রুল ইসলাম এখনও ছাত্রীদের প্রাইভেট পড়াচ্ছে এবং প্রতিদিন মাদ্রাসায় অবস্থান করছে। যে কারণে অভিভাবকরা তাদের সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে চাইছেনা। ঐ মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ইব্রাহীম, আব্দুল ওহাব মোড়ল, মাজহারুল ইসলাম, মো. জসিম, মাছুরা খাতুনসহ শতাধিক অভিভাবকবৃন্দ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও সন্তানদের নিরাপত্তার জন্য শিক্ষক খায়রুল ইসলামের চুড়ান্ত বরখাস্ত পূর্বক শান্তির দাবীতে বিক্ষোভ করে ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছে।