
জাতীয় ডেস্ক:
মানিকগঞ্জে পেট্রোল পাম্প মালিকের মোটরসাইকেলের গতিরোধ করে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের নয়াকান্দি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ ৫-৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মিলন’স ফিলিং স্টেশনের মালিক সোহবার হোসেন।
সোহবার হোসেন জানান, পাম্পের তেল বিক্রির ১৫ লাখ টাকা ব্যাংকে জমা করতে সকালে তিনি মোটরসাইকেলে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন। মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এর পর তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, দুই ছিনতাইকারীকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন: সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আ. রশিদের ছেলে মো. জিসান (২৩) ও একই গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।