তালা প্রতিনিধি: বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরার তালা ডাকবাংলোয় মানব পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনী সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের আহবানের দাবীতে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারী সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোডিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান সাকিব।
সংবাদ সন্মেলনে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিড-১৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনী সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহবান জানানো হয়। এছাড়া বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ ও দমন নিশ্চিত করতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আইনের বিধিমালা বাস্তবায়ন, ২০১৭ সালের নির্দেশনা অনুযায়ী “মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত করা, “মানব পাচার প্রতিরোধ তহবিল” ও “জাতীয় মানব পাচার দমন সংস্থা” পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এবং “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০২৮-২০২২” এর নির্দেশনা অনুযায়ী মানব পাচার প্রতিরোধ, সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপশি জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মানব পাচার কমিটি (সিটিসি) গুলোকে পাচার প্রতিরোধে সচল ও শক্তিশালী করার আহবান জানানো হয়।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সদস্য সচিব এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, পিসিটিএসসিএন এর সাতক্ষীরার লিয়াজো অফিসার মোঃ রুহুল আমিন, শিশু প্রতিনিধি মরিয়ম জাহান সাবাহ এবং আশিকুজ্জামান বাপ্পীসহ রির্পোটাসক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন,সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেনসহ তালা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রত্রিকার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।