প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৫, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা): বুধবার সকাল ১০ টায় রূপান্তরের আয়োজনে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিটি আইপি সদস্য তাসমিনারা এর পরিচালনায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন এর সভাপতিত্বে কালীগঞ্জের ধলবাড়িয়ায় অনুষ্ঠিত সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব খান আহাদুর রহমান। সভায় ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম, সাংবাদিক, সিটিআইপি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় সভাপতি বলেন, যারা বিদেশে যাবে তারা প্রয়োজনীয় কাজ ও কাগজপত্র সম্পর্কে জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে দক্ষভাবে গড়ে উঠে সঠিকভাবে যেতে পারে সে বিষয়ে তাদেরকে পরামর্শ দেবেন।সভায় আগামী দুই মাসের করনীয় কার্যক্রমে মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক এর ছবি প্রদান ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাইকিং এর মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত গৃহিত হয়। অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম টি পরিচালনা করছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.