
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সিটিআইপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন এবং গত সভার রেজুলেশন পাঠ করেন ইউপি সচীব ও কমিটির সদস্য সচীব আলকাজ। সিটিআইপি সদস্য রাব্বির পরিচালনায় আগামী দুই মাসের করনীয় কার্যক্রম, মানব পাচারের প্রভাব/ধরণ, পাচারের কৌশল, ঝুঁকিপূর্ণ কমিউনিটিতে আমাদের করনীয়, সারভাইবারদের সহায়তা এবং জনসচেতনতা মূলক সভা সেমিনার করার পাশাপাশি মানবপাচার প্রতিরোধ খাতে বরাদ্ধকৃত বাজেট ব্যাবহার করে পরিষদে একটি কর্ণার স্থাপন করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় মানব পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধার হয়ে বা বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে যখন দেশে ফিরে আসেন, তখন তাদের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নানা সেবা প্রক্রিয়ার সার্বিক নিশ্চিত করা যায়। এসময় রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান আকন্দ। উল্লেখ্য,আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় বাস্তবায়ন করছে।