সাতনদী অনলাইন ডেস্ক: মানবদেহে করোনার প্রতিরোধ গড়তে পারে, দেশের টিকা ‘বঙ্গভ্যাক্স’। গ্লোব বায়োটেকের গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেডিকেল জার্নাল ‘ভ্যাকসিন’। গ্লোব বায়োটেকের দাবি মাসে ১ কোটি টিকা উৎপাদনে সক্ষম তারা।
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনের অনুমতি দেয়া হয় গেলো বছরের ২৮ ডিসেম্বর। আর এই ট্রায়াল শুরুর জন্য এছরের জানুয়ারিতে আবেদন করা হয়। কিন্তু এখন পর্যন্ত অনুমোদন দেয়নি বিএমআরসি।
বিশেষজ্ঞরা চাচ্ছিলেন এই টিকার গবেষণা প্রতিবেদন আর্ন্তজাতিক স্বীকৃত একটি জার্নালে প্রকাশ করা হোক। সেই অনুযায়ি গবেষণা প্রতিবেদন পিআর রিভিউ ও প্রকাশের জন্য পাঠানো হয় মার্কিন মেডিকেল জার্নাল ভ্যাকসিনে। পর্যবেক্ষণের পর প্রকাশ হলো করোনার দেশিয় টিকা গবেষণা।
গ্লোব বায়োটেকের দাবি, এখন মানবদেহে ট্রায়ালের অনুমতির দিতে আর কোন বাধা থাকা উচিত হবে না। টিকা ক্লিনিক্যাল ট্রায়াল এবং উৎপাদনের অনুমোদন পেলে প্রতিমাসে ১ কোটি ডোজ টিকা উৎপাদনের সক্ষমতা আছে গ্লোবের।
এরই মধ্যে এই গবেষণা প্রতিবেদন পাঠানো হয়েছে বিএমআরসি, ডিজিডিএ এবং স্বাস্থ্য অধিদপ্তরে।