শেখ এজাজ আহমেদ। সাবেক ছাত্রনেতা। মুজিব আদর্শের এ সৈনিক এখন ব্যবসার সঙ্গে যুক্ত। তবে রাজনীতির মাঠ ছাড়েননি। ২০০০ সালে ভয়াবহ বন্যার সময় সেঞ্চুরী একাডেমীর ব্যানারে তিনি শুকনা খাবার রুটি-গুড় বন্যার্তদের কাছে পৌছে দেন।
[embed]https://youtu.be/n_WvOxlh1hs[/embed]
মহামারী করোনার ছোবলে অসহায়দের পাশে আবারও সেঞ্চুরী একাডেমীর ব্যানারে তিনি প্রতিদিন সহস্রাধীক মানুষের কাছে পৌছে দিচ্ছেন শাক-সবজি। ৭ এপ্রিল থেকে তার এ কার্যক্রম শুরু হয়ে বর্তমানেও চলছে। ঈদ উপলক্ষে ৭ দিন বিরতী দিয়ে আবারও শুরু হবে এ কার্যক্রম।
এজাজ আহমেদ সাতনদীকে জানিয়েছেন সেঞ্চুরী একাডেমীর পক্ষ থেকে শুরু করার পর আরও অনেক প্রতিষ্ঠান, সংগঠন একাজে নেমে পড়েছেন। ফরে জনগন উপকৃত হচ্ছে। ইতোমধ্যে সবার সবার মুখে মুখে এজাজ আহমেদ এখন মানবতার ফেরিওয়ালা। প্রান্তিক চাষীদের কাছ থেকে সবজি কেনায় তারাও উপকৃত হচ্ছে।