নিজস্ব প্রতিবেদক: এক বছরের জন্য সাতক্ষীরা জেলা শাখার মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সমাজের অসহায়,অসুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত গঠন করেন একটি অরাজনৈতিক সমাজসেবা মূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। গত কমিটির মেয়াদ শেষ হওয়ায় ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত স্বাক্ষরিত সাত সদস্য বিশিষ্ঠ জেলা শাখার অনুমোদন দেন। সভাপতি দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহ-সভাপতি প্রকৌশলী অলোক সরকার, অর্থ সম্পাদক অরুন কুমার ঘোষ, নির্বাহী সদস্য নাজমিন হাসিব, ভগবতী হাজারী, আজমিরা খাতুন। ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত বলেন ইতিমধ্যে তিনটি বিভাগীয় শাখা, তেরটি জেলা শাখা ও একুশটি উপজেলা শাখা কমিটি গঠন করে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সাতক্ষীরা আমার নিজ জন্মভূমি। জন্মভূমির গরীব অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।