নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে তিন দিন ব্যাপি মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরী অনলাইন ক্লাস পরিচালনার দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সমন্বয়কারী মোঃ তালিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সকহারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন। উক্ত প্রশিক্ষণে তালা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।