সাতনদী অনলাইন ডেস্ক: নীলফামারীর ডোমারে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার মামলায় লাল মোহন দাশ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত লাল মোহন ডোমার সদর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, বুধবার দেবীগঞ্জ দাখিল মাদ্রাসা যাওয়ার পথে ছাত্রীটিকে পাগলাবাজার এলাকা থেকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। মেয়েটির বাবা অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি লাল মোহনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।