নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানে প্রতিদিনের ন্যায় সাতক্ষীরা সদরের ৩টি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার (৩০ এপ্রিল) ১৭-ই রমজান বিকালে সাতক্ষীরা সদরের দহাকুলা পশ্চিমপাড়া এতিমখানা, শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ফিংড়ী জি-ফুলবাড়ি দরগাহ শরীফ এতিমখানায় যান এমপি রবি। এসময় এমপি রবি এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় এমপি রবি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দন শফি ও পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ দহাকুলা পশ্চিমপাড়া এতিমখানা, শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও ফিংড়ী জি-ফুলবাড়ি দরগাহ শরীফ এতিমখানার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ।