নিজস্ব প্রতিবেদক: কোরআনের পাখিদের জন্য শীতবস্ত্র সরবরাহ করলো সেঞ্চুরী একাডেমি ‘হাসিমুখ’।
বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন আমিনীয়া হাফিজিয়া মাদ্রাসার শিশুদের জন্য হাসি মুখ ইভেন্টের শীতবস্ত্র পাঠানো হয়েছে।
এছাড়াও সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসায় হাসি মুখ ইভেন্টের এসব উপহার দেওয়া কার্যক্রম চলছে।
সেঞ্চুরী একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক এজাজ আহমেদ স্বপন জানান, আমাদের সম্মিলিত ছোট ছোট চেষ্টা ছিল। ২০০২ সাল থেকে সেঞ্চুরি একাডেমি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামীতেও মানুষের পাশে থাকতে চাই। সমাজের সক্ষম সবাই যদি এ ধরনের মানবসেবার কাজে ভূমিকা রাখে তবে মানুষ অনেক বেশী উপকৃত হবে। এছাড়াও করোনার প্রথম ধাপে সেঞ্চুরি একাডেমির শহরের গালর্স স্কুলের সামনে বিনা মুল্য দীর্ঘ ৭-৮ মাস সবজি বিতরণ করেছিলেন।