
ইয়ারব হোসেন: মাদক সেবনের অভিযোগে দুই জনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজহার আলি এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের রফিকুল ইসলাম ও সদর উপজেলার তুজলপুর এলাকার জাহাঙ্গীর হোসেন।
সাতক্ষীরা মাদকদ্রব্য অফিসের এসআই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের গাজা সেবনের সময় রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে সদর উপজেলার তুজলপুর এলাকার একাধিক মাদক মামলার আসামি জাহাঙ্গীরকেও আটক করা হয়। বিকালে তাদের দুই জনকে ভ্রাম্যামান আদালতের মাধ্যামে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতরা পেশাদার মাদকসেবী।