প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার এক মাদক মামলার ৫ বছরের সাজা ঠেকাতে ৪ বছর ধরে আত্নগোপনে। অবশেষে র্যাবের হাতে আটক হয়েছেন তিনি। আটক ব্যক্তি দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের জামাল গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৫৫)। জানা যায়, সে ২০২২ সালে খুলনা মহানগর এলাকায় মাদক ব্যবসা পরিচালনাকালে হরিনটানা থানায় মাদকসহ আটক হয়। ওই মামলায় সে পলাতক থাকে। মামলার বিচারকার্য় শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি আব্দুল মন্নান গাজী (৫৫)কে পাঁচ বছর সাজা প্রদান করেন। আসামি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ৪ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। অবশেষে গত রবিবার ২৩ মার্চ র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরা খুলনা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করেছে র্যাব।