
লিটন ঘোষ বাপি/ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেছেন, সাতক্ষীরা জেলা কোন অপরাধরীদের জন্য না। অপরাধ করে টিকে থাকার ইচ্ছা থাকলে পার পাবেন না। সময় আছে হয় অপরাধ ছেড়ে দেন না হলে সাতক্ষীরা থেকে চলে যান। মনে রাখবেন পুলিশ কোন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের বিন্দুমাত্র ছাড় দেবে না।
খেলাধুলার প্রসঙ্গে পুলিশ সুপার তার বক্তব্যে আরো বলেন বাংলাদেশকে বিশ্বদরবারে একটি উন্নত রাস্ট্র হিসেবে উপস্থাপনের জন্য খেলাধুলার বিকল্প নেই। সেজন্য মাদক, জঙ্গীবাদে নয়, বরং যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। ধর্মীয় কুসংস্কার যাতে মানুষকে বিপথে না নিয়ে যায় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধি দেশ গড়তে পারস্পরিক সহযোগীতার বিকল্প নেই। তাই সাতক্ষীরা জেলা কে অপরাধ মুক্ত করে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর সাহা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে লক্ষাধিক টাকার পারুলিয়া ইউনিয়ন পরিষদ কাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জাহিদ।
অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল হোসেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন, পারুলিয়া ইউপি সদস্য যথাক্রমে ফরহাদ হোসেন হিরা, ফারুক হোসেন, রাকিব হোসেন, রবিউল ইসলাম, নবাব আলী, অসিম কুমার ঘোষ, নজরুল ইসলাম, হাসিনা পারভীন, ফারহান মুক্তি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উক্ত ৮ দলীয় নকআউট খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ৭০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
উদ্বোধনীয় খেলায় মাহমুদপুর শেখ রাসেল চক্র ২-০ গোলে খুলনার রেডসন ক্লাবকে পরাজিত করে।