নিজস্ব প্রতিবেদক: মাদক উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম বার বিপিএম কতৃর্ক প্রেরিত সম্মাননা পুরস্কার পেয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কলারোয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এলএসডি ও হেরোইন উদ্ধার করে। দু:ষ্প্রাপ্য মাদক এলএসডি ও হেরোইন উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান আইজিপি কলারোয়া থানা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেছেন। বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম তাঁর কার্যালয়ে পুলিশ হেড কোয়াটার্স থেকে প্রেরিত পুরষ্কার কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা মোস্তাফিজুর রহমানের নিকট হস্তান্তর করেন। আইজিপির পুরুস্কার পেয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, মাননীয় আইজিপি স্যারের এই পুরষ্কারে কলারোয়া থানা তথা সাতক্ষীরা জেলা পুলিশের প্রত্যেক সদস্য আনন্দিত এবং গর্বিত। আগামী দিনগুলোতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের নেতৃত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আরো প্রশংসনীয় কাজ করবে বলে আমরা সকলেই আশাবাদী।