সাতনদী অনলাইন ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ একই পরিবারের পেশাদার ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলাকা থেকে তাদের আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) এবং ছেলে মোহাব্বত আলী (১৮)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলাকায় একটি বাড়িতে মাদক বিক্রি করছে। পরে সেখানে পুলিশের একটি টিম পাঠিয়ে দিয়ে মা, মেয়ে ও ছেলেকে হাতেনাতে ৮৩ (তেরাসি) গ্রাম নেশা জাতীয় হেরোইন ও ১ হাজার ১শ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত সবাই নিয়মিত পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত গোপনে মাদকের ব্যবসা করছিল। মামলা দায়ের পর দিনাজপুর আদলতে প্রেরণ করা হয়েছে।