লিটন ঘোষ বাপি: দেবহাটায় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০২০ উদ্বোধনকালে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ. মহিদ উদ্দীন বিপিএম (বার) বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত দেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। দেশে কোন মাদক সেবী বা মাদক ব্যবসায়ী থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে যেন কারো বিরুদ্ধে যেন কোন ফৌজদারী মামলা নিতে হয়। খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ. মহিদউদ্দীন বিপিএম (বার) বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বলেছেন, তাই পুলিশ সর্বদা মাদক নির্মূলে তৎপর। খেলাধুলার মাধ্যমে একটি জাতি অতি দ্রুত বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে পারে তার প্রমান বাংলাদেশ দেখিয়েছে। বর্তমানে আমরা বিশ্বের দরবারে অতি পরিচিত একটি নাম।
শনিবার বিকাল ৩ টায় দেবহাটার সখিপুর ফুটবল মাঠে সখিপুর উদয়ন সংঘ ও সখিপুর মিতালী সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ৮ দলীয় বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ. মহিদউদ্দীন বিপিএম (বার) উপরোক্ত কথাগুলো বলেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মুনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং ঢাকাস্থ ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাজহারুল আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি এমন ধরনের খেলা আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের ২০৪১ ভিশন বাস্তবায়ন করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করতে হবে। সকল প্রকারের সন্ত্রাস, নাশকতা ও অন্যায় অপরাধ দূর করতে হবে।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সখিপুরের বিশিষ্ট সমাজসেবক খেলা আয়োজনের পৃষ্টপোষক সরদার আমজাদ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,দেবহাটা থানার তদন্ত ওসি উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা প্রমুখ।