আব্দুর রহিম, কালিগঞ্জ: "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে স্টেক ফোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)। এ সময় তিনি বলেন, ‘মাছের উৎপাদন, বিপণনসহ মৎস্য খাতের সব প্রক্রিয়ায় সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা রয়েছে। অধিক পরিমাণে মাছের উৎপাদন করতে হবে। কোনোরূপ অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাছ বিদেশে রফতানির ক্ষেত্রে কোনো ভেজাল মেশানো যাবে না। দেশ গঠনে সবাই ভূমিকা রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানি ঘোষ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা হিমেন্দ্র নাথ, উপজেলা মেরিন ফিসারিজ টেকনিশিয়ান সাবিয়া খাতুন, ল্যাব টেকনিশিয়ান নিশান মিত্র, রতন কুমার রায় প্রমুখ।