কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সারুটিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হালিম যশোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন । জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়। যশোর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি গত সোমবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। ২০১৯ সালেও তিনি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বলে জানিয়েছেন মাওলানা আব্দুল হালিম।