সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেডে এসইডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত কর্মকা- পরিদর্শন করেছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কর্মকা- সরেজমিন পরিদর্শন ও উপকারভোগিদের সাথে মতবিনিময় করা হয়।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস এর বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এসইপি প্রকল্পের অধীন মহেশ্বরকাটি বাজারে (মৎস্য সেট) নন রেভিনিউ জেনারেটিন কমোন সার্ভিস এর আওতায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা- বাস্তবায়ন করা হয়েছে। বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে বাজারে একটি রাস্তা নির্মান, ৩টি ড্রেন নির্মান, ২টি ডাম্পিং পয়েন্ট, ২টি ল্যাট্্িরন, ৩টি ইউরোনাল নির্মান করা হয়েছে। এছাড়া পানি সাপ্লাই মটরসহ বিভিন্ন কাজ করা হয়েছে। এসব উন্নয়ন কর্মকা- পরিদর্শন করেন পিকেএসএফ এর অডিট বিভাগের হাবিবুর রহমান, সাস এর সহকারী পরিচালক একেএম গোলাম ফারুক, সমন্বয় কারী খান মোঃ শাহ আলম, রিজিওনাল ম্যানেজার আঃ মান্নান, প্রকল্প ম্যানেজার সুজন মাহমুদ, শাখা ব্যবস্থাপক বিজয় কুমার প্রমুখ।