
রুবেল হোসেনঃ মহান বিজয় দিবসে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বনাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এবং সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজি আক্তার হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আ,হ,ম তারেক উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অয়ন, কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোৎস্না আরা, যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।