
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের পণ্য বজনের দাবীতে মুন্সিগঞ্জ বাসষ্টান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযয়েছে। শুক্রবার আসরবাদ সর্বস্তরের মুসুল্লিরা মুন্সীগঞ্জ বাজার মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হযয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় বাসষ্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দলনের শ্যামনগর সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দীক, মুন্সীগঞ্জ আটিরউপর জামে মসজিদের ইমাম হাশেম আলী সহ বিভিন্ন মসজিদ হতে ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশ গ্রহন করে। সমাবেশে বক্তারা বলেন প্রিয় নবীকে অবমাননা করে ফ্রান্স ধৃষ্টতা দেখাছে। কোটি কোটি মুসলিমের হৃদযয়ে আঘাত করেছে। ফ্রান্সের সকল পন্য বয়কট করতে হবে এবং এ বিষয়ে সরকারকে নিন্দা জানাতে হবে।