
নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিক সাহায্যের অবদান রেখে চলেছেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামী পরিবারের সন্তান ইকবাল হাসান শাহিন।
তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এবং পারিবারিক ভাবে আওয়ামী লীগ করার সুবাদে ছাত্র জীবন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯৭ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনিতির মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সেই থেকে তিনি চাকরির পাশাপাশি দলীয় সকল কমকান্ডে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে আসছেন। দলীয় কমসূচী সফল করতে নিজ ইউনিয়ন নেতাদের এবং ইউনিয়ন বাসীর সাথে আলোচনার ভিত্তিতে কর্মসূচী সফল করতে কাজ করে চলেছেন নিজগুনে। পাশাপাশি তিনি ইউনিয়নের হত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
ইউনিয়ন ঘুরে বিভিন্ন সূত্রে জানা যায় ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে তিনি হৃদয়ের বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছেন তার ব্যাবহারের মাধ্যমে। তিনি পারিবারিক ও চাকরির সুবাদে অর্থ সম্পদের মালিক হওয়ায় গত কয়েক বছর পূর্বে ইউনিয়নের দরিদ্রর অসহায় মানুষের পাশে থেকে সেবা করার আগ্রহ প্রকাশ করেন। সেই থেকে একের পর এক অসহায় মানুষের সাহায্য করে আসছেন। ইউনিয়নের ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করে চলেছেন নিরবে ।
এদিকে মহামারী নোভেল করোনার মাঝে ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন অতি গোপনে। তিনি নিজের কষ্টে অর্জিত অর্থ ব্যায় করে ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ সেবায় এগিয়ে চলেছেন নিজ মনে।
এবিষয়ে কথা হয় ইউনিয়নের আঃ কাদের, সাইফুল, নুর ইসলাম, আনোয়ার বেগম সহ অনেকের সাথে। তারা ইকবাল হাসান শাহিনের কর্মকাÐে মুগ্ধ হয়ে বলেন, আমরা শাহীনের জন্য দোয়া করি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই তাকে যেন দলের মার্কা দিয়ে আমাদের ইউনিয়নের অসহায় মানুষের সেবা করার সুযোগ দেন। পারখাজুরার মামুন হোসেন, সেলিম হোসেন, বিপ্লব হোসেন বলেন, ইকবাল হাসান শাহিনকে দলীয় নৌকার মাঝি হিসাবে পাঠানো হলে ইউনিয়নের সকলের সঙ্গে নিয়ে সুন্দর একটা ইউনিয়ন গড়ার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন তিনি।
ইউনিয়নের মানুষের চাওয়া তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হোক।
কথা হয় সমাজ সেবক ইকবাল হাসান শাহিনের সাথে। তিনি প্রতিবেদককে জানান, আমার ছোটবেলার শখ মানুষের পাশে থেকে সেবা করে যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই আশা পূর্ণ করেছে। এবং যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এভাবেই সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়নবাসী যদি চায় এবং আমার দল আওয়ামী লীগ মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহন করবো। যেহেতু আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে দলের শৃঙ্খলা রক্ষা করে দলীয় নৌকা মাকা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো।