প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০১৯, ৭:৩১ অপরাহ্ণ
মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শহরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের ২০১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেনীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকাল দশটায় মনজিতপুরস্হ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিড। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন হিরা মিস ও অন্যান্ন মিস। এসময় পুরো বিদ্যালয় জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিবৃন্দ কোমলমতি শিশুদের হাতে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সব শেষে ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.