নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিন পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত মরিচ্চাপ নদী খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে। মরিচ্চাপ নদী খনন কাজ শুরু হলে জনগন ব্যাপক খুশি হয়েছিল, কিন্ত খনন কাজের ব্যাপক অনিয়ম হচ্ছে, প্রসস্থ কমানো হচ্ছে,আর মাটি উচু করে নদীর গভীরতা দেখিয়ে ঠিকাদার দায়সারা কাজ করছে, মাঝে মাঝে সাংবাদিক নামধারিরা বেশ কয়েকজন নদী খনন কাজ পরিদর্শনে আসলে ঠিকাদার ঠিকই ম্যানেজ করে যেনতেন ভাবে নদী খনন কাজ অব্যাহত রাখছে। এদিকে নদীর তলদেশ খনন না করে নদীর তীরের পাশে সামান্য দায়সারা মাটি কাটা হচ্ছে। নদীর মূল অংশতে কোন মাটি কাটা হচ্ছে না। জানাা গেছে নদীর দু’পাশে মাটি উচু করে নদীর গভীরতা দেখানো হচ্ছে, শনিবার সকালে সরজমিন ঘুরে দেখা গেছে মরিচ্চাপ নদী খনন নামে ব্যাপক অনিয়ম হওয়াই জনগন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করার প্রস্তুতি গ্রহন করছে, খনন কাজ শেষ না করেই ঠিকাদার হিজলডাঙ্গা সংলগ্ন থেকে উত্তর গামী নদীতে পানি ছেড়ে দেছে, কিভাবে দেখবে নদী খনন কাজ, সরজমিনে তদšন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন না করলে জনগন মন্ত্রনালয়ে আবেদন করবে বলে শোনা গেছে। তাই দ্রæত সরজমিনে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হোক উর্ধতন কর্তৃপক্ষের কাছে এমন দাবি সচেতন মহলের।