বিনোদন ডেস্ক:
বলিউডের তারকা অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা ‘শেহজাদা’ মুক্তি পেয়েছে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি)। সিনেমা মুক্তির আগে থেকে এর প্রচারণামূলক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এমনকি মুক্তির পরও প্রচারণায় সক্রিয়। এদিকে মুক্তির দিন মন্দিরে গিয়ে সেখান থেকে বের হওয়ার পর জরিমানা গুনলেন এ অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বলছে, কার্তিক আরিয়ান প্রতিবার তার সিনেমা মুক্তি পাওয়ার পর সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় শুক্রবারও ব্যতিক্রম হয়নি। কিন্তু পূজা দিতে যাওয়াই যেন কাল হলো তার।
শুক্রবার সাদা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয় ও কপালে কাটা তিলক পরে দেবদর্শন করে পূজা করেন নায়ক। পূজা দেয়ার আগে সিদ্ধি বিনায়ক মন্দির চত্বরে পার্কিংয়ের পরিবর্তে প্রায় মন্দিরের সামনে গাড়ি রাখেন তিনি। ছোট এই ভুলই চোখে পড়ে ট্রাফিক পুলিশের। মুম্বাই পুলিশ অভিনেতা হাজির হওয়ার পরই তাকে জরিমানার চালান ধরিয়ে দেন। কী পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে সেটা জানা যায়নি। তবে পুলিশ জরিমানাতেই ক্ষান্ত ছিলেন না। তারা তারকার সঙ্গে সেলফিও তোলেন।