দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলদেশ সুপ্রিম কোর্টের মহিলা আওয়ামী আইনজীবীগন,ঢাকার পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু ও এসোসিয়েট, ঢাকা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া এই দুই মেয়র ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।