আরিফুল ইসলাম, মনিরামপুর থেকে: যশোর জেলার মনিরামপুর উপজেলার নাগোরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালেয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে আর্তমানবতার কল্যানে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শেকড়ের সন্ধানে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব ২০২২।
বৃহস্পতিবার (৩১শে মার্চ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক কাজী মাহমুদুল হাসান। ম‚খ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক,অধ্যাপক,ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অব টেকনোলজি ড.সন্দীপক মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.চিত্তরঞ্জন হালদার(বাংলা অবঃ),কবি গবেষক ড.শাহনাজ পারভীন,ড.সবুজ শামীম আহসান,বজলুর রহমান খান,বাবুর আলী গোলদার,মোতাহার হোসাইন,হুসাইন নজরুল হক,হুমায়ন কবির,ইউপি সদস্য ইকরামুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও সহ অধ্যাপক আব্দুল আলীম। উক্ত অনুষ্ঠানে অতিথি বরণ,শেখ মিজানুর রহমান মায়ার সম্পাদনায় রচিত "শেকড়ের সন্ধানে" পত্রিকার মোড়ক উন্মোচন,গুনি ব্যাক্তিদের সংবর্ধনা,সাহিত্যের উপর বিভিন্ন বিষয়ে নির্বাচিতদের মাঝে পুরষ্কার,আবৃত্তি,সনদ বিতারণ,মুক্ত আলোচনা করা হয় এ সময় শ্যামকুড় ইউনিয়ন এর সুনামধন্য কবি কাব্য ভারতী পুরষ্কার প্রাপ্ত সাজ্জাদ হোসেনের বই বিনিসুতোর মালার মোড়ক উন্মোচন হয়।