রাশেদ আলী, যশোর থেকে: যশোরের মনিরামপুরে হত্যা চেষ্টার মামলা করে বিপাকে রয়েছেন মামলার বাদী। মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে আসামীরা।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ৮ অক্টোবর মনিরামপুরের রসুলপুর গ্রামের কওমি মাদ্রাসার সামনে ওই গ্রামের আব্দুল কাদের ও তার ছেলে আব্বাস আলীকে মারধর করতে যায় একই গ্রামের আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, আ. রহমান, খলিলুর রহমান, শামীমসহ বেশ কয়েকজন। সেময় আব্দুল কাদের ও তার ছেলেকে বাচাতে এগিয়ে গেলে রসুলপুর গ্রামের আ. খালেকের স্ত্রী মাহফুজা খাতুনের গলার চেন খুলে নেন নূর ইসলাম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আব্বাস আলী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামীরা মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। তাদের হুমকিতে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
মনিরামপুরে মামলা করে বিপাকে বাদী
পূর্ববর্তী পোস্ট