এসএম আতিয়ার রহমান, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র অফিস ভাংচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে স্থানীয় কোনাকোলা বাজারে মো. জয়নুল আবেদীনের সঞ্চালনে ও হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, বিএনপি নেতা ফারুক হোসাইন, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, মহাতাব হোসেন, মুনসুর আলী, তৌহিদুর রহমান, যুবদল নেতা খলিলুর রহমান রনি ও তৌহিদুর রহমান বক্তব্য দেন। জানা যায়, সোমবার বিকালে বিএনপি’র নতুন অফিসে ভাংচুর করে একটি পক্ষ। সমাবেশ শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার পরেই সমাবেশ আয়োজকদের সাথে বিএনপি’র অন্য পক্ষ বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সমাবেশ আয়োজক পক্ষের দুই সমর্থক সোহাগ (২১) ও ইয়াসিন (২০) নামের দুই যুবককে বেধড়ক মারপিট করে আহত করে অপর পক্ষ। ঘটনার ব্যাপারে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নূর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
পূর্ববর্তী পোস্ট