এসএম আতিয়ার রহমান, মনিরামপুর থেকে: যশোরের মনিরামপুরে বিজয় দিবসে ১৬ ডিসেম্বর যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে ১২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়েছে। পৌর বিএনপির উদ্যোগে মনিরামপুর বিএনপির দলিয় কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান ও মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা হাজী আলী হোসেন,মনিরামপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মফিজুর রহমান( মফিজ)অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, মুক্তার হোসেন, আইয়ুব আলী, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরী ইকবাল,১৩ নং খানপুর ইউনিয়নের বারবার নির্বাচিত প্র্যালেন চেয়ারম্যান লুৎফুন্নাহার, রেহেনা আক্তার রোকন, সহ অনেক নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ১২৫ জন মুক্তিযোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা ছাড়াও তাদের প্রত্যেককে একটি করে চাদর (শাল) ও এক প্যাকেট বিরিয়ানী ভাতের ব্যবস্থাও প্রদান করা হয়।